বিশ্বজুড়ে

করোনা আক্রান্তে ভারতের অবস্থান বিশ্বের ৪ নম্বরে

ঢাকা অর্থনীতি ডেস্ক: সংক্রমণের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে থাকা ভারত। একদিনে রেকর্ড ১২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২২ হাজারের কাছাকাছি।

বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় আরও প্রায় দেড় হাজার রোগী শনাক্ত হয়েছে শহরটিতে। আইউসিইউর ৯৯ শতাংশই পূর্ণ, ব্যবহৃত ৯৪ শতাংশ ভেন্টিলেটর।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনায় মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বর্ষা মৌসুমের আগে স্বাস্থ্য বিভাগকে যথাযথ প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন মোদি।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র প্রতি নির্দেশনা দেন, রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্য সরকারের সাথে আলোচনার জন্য।

Related Articles

Leave a Reply

Close
Close