বিশ্বজুড়ে

জাপানে টানা ১০ বছরে ধরে জনসংখ্যা হ্রাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: টানা দশ বছর জাপানি জনসংখ্যা হ্রাস পেয়েছে। তবে বিদেশী অধিবাসীদের আনুপাতিক হার প্রথমবারের মত দুই শতাংশ ছাড়িয়ে গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চলতি বছর পয়লা জানুয়ারি দেশে বসবাসরত জাপানিদের সংখ্যা ছিল ১২ কোটি ৪৭ লক্ষের বেশি। ২০০৯ সালে এই সংখ্যা সর্বোচ্চে পৌঁছুবোর পর থেকে কমে আসছে।

গত বছরের চাইতে জনসংখ্যা প্রায় ৪ লক্ষ ৩৩ হাজার হ্রাস পায়, যে পতন হচ্ছে ১৯৬৮ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। জনসংখ্যার হারের এই পতন হচ্ছে টানা পাঁচ বছর ধরে সবচেয়ে বড় পতনের রেকর্ড।

শিশু জন্মের সংখ্যা গত বছর ছিল প্রায় ৯ লক্ষ ২১ হাজার, যা হচ্ছে ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে কম। টানা তিন বছর ধরে জাপানে শিশু জন্মের সংখ্যা দশ লক্ষের নিচে রেকর্ড করা হয়।

১ কোটি ৩১ লক্ষ জনসংখ্যা নিয়ে টোকিও ছিল সবচেয়ে জনবহুল জেলা এবং এর পরের অবস্থানে ছিল কানাগাওয়া। সবচেয়ে কম জনবহুল তত্তোরি জেলার জনসংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ৬১ হাজার।

Related Articles

Leave a Reply

Close
Close