করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

করোনা: বিশ্বে একদিনে আরও ৬ হাজার ৩০০ মৃত্যু, শনাক্ত ৩ লাখের বেশি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বজুড়ে একদিনে আরও ৬ হাজার ৩শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজারের বেশি। ফলে এ নিয়ে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ছাড়ালো ৯ লাখ ৮১ হাজার। মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ মানুষ।

বুধবারও সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে ছিল ভারত। ২৪ ঘণ্টায় সাড়ে ১১শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে আরও ৯০ হাজার মানুষের শরীরে পাওয়া গেছে কোভিড নাইনটিন। ফলে প্রাণহানি ৯১ হাজার ছাড়িয়েছে ভারতে। আক্রান্ত সাড়ে ৫৭ লাখের মতো মানুষ।

যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও ১১শ’ মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ সাড়ে ৬ হাজারের বেশি। আক্রান্ত প্রায় সাড়ে ৭১ লাখ।

এদিন ৯ শতাধিক মৃত্যুতে, ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার। আক্রান্ত সোয়া ৪৬ লাখ। এ পর্যন্ত পৌনে ১ লাখের বেশি মৃত্যু দেখেছে মেক্সিকো। এছাড়া টানা তৃতীয় দিনের মতো ৪শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close