বিনোদন

করোনা রোধে তিশার আহ্বান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বই এখন প্রায় লকডাউন। দেশেও এর প্রভাব পড়েছে। করোনার প্রভাব রোধে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করছে সরকার। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে যারা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। অনেক সামর্থবানরা এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও তাদের সহায়তায় অনুদানের হাত বাড়িয়েছেন। সেই সঙ্গে সামর্থ্যবান সবাইকে অসচ্ছল ওইসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে সবাইকে এই দুর্যোগপূর্ণ সময়ে সবাইকে ঘরের বাইরে যেতে মানা করেছেন। এছাড়া সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নিয়ম মেনে চলতে সবাইকে আহ্বান জানিয়েছেন।

এই অভিনেত্রী বলেন, দেশের অসংখ্য মানুষ দিন আনে দিন খায়। তাদের স্বাস্থ্যসচেতনতা যেমন দরকার, তেমনি দরকার খাদ্যের নিশ্চয়তা। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভলান্টিয়াররা এই অসাধারণ কাজটা করছেন। পাশাপাশি তারা জীবাণু ধ্বংসে ওষুধ ছিটানো, পিপিই বিতরণসহ নানা কাজ করছেন। এদের ফান্ডে অর্থ সাহায্য করেছি, পারলে আপনারাও আপনার জায়গা থেকে করুন। সবাই নিয়ম মেনে নিরাপদে থাকুন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close