প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

কলেজ পালিয়ে সাভারের নদীতে গোসল করতে নেমে নিখোজ তিন

নিজস্ব প্রতিবেদকঃ কলেজ পালিয়ে সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলো- বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী, আকাশ ও রাজন।

তারা বাড়ি থেকে কলেজে যাওয়ার কথা বলে বের হয়ে সাভারের আসেন গোসল করতে। শনিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তিন শিক্ষার্থী।

নিখোজ ছাত্র রাজনের স্বজন বলেন, কলেজ ফাঁকি দিয়ে ১২ জন ছাত্র এসেছিল নদীতে গোসল করতে। কিন্তু ৯ জন ঠিকমত উঠতে পারলেও বাকি ৩ জন শিক্ষার্থী তীব্র স্রোতের কবলে পড়ে নিখোজ হন।

উদ্ধার কাজ চালাচ্ছেন ডুবুরিরা।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, খবর পাওয়ার পর আমরা টঙ্গী স্টেশন থেকে ডুবুরি দল নিয়ে এসেছি। ডুবুরি দল এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে।

ডুবুরির বরাত দিয়ে তিনি আরও বলেন, এখানে প্রচুর স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

নিখোজ একজন কোন স্থানে ডুবে গেছেন তা নিশ্চিত হতে পারলেও বাকি দুজন ঠিক কোন স্থানে ডুবেছেন তা ফায়ার সার্ভিসের কাছে জানাতে পারেনি কেউ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close