সাভারস্থানীয় সংবাদ

বন্যার প্রভাবে পানি বেড়েছে সাভারের বংশী ও তুরাগ নদীতে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে বাড়তে শুরু করেছে সাভারের বংশী ও তুরাগ নদীর পানি। তবে এখনো বিপদ সীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে এই নদীর পানি।

শনিবার (১১ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার-আশুলিয়া-ধামরাইয়ের (ঢাকা বিভাগ-২) পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত রশিদ।

তিনি জানান, গত কয়েকদিন ধরে এই দুই নদীর পানি বাড়ছে। দিনের ব্যবধানে কখনো পানি বাড়ছে আবার কখনো কমছে। এজন্য প্রতিদিনই নজর রাখছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, ১১ জুলাইয়ের প্রতিবেদন অনুযায়ী নদীর পানি সমতল আছে। তবে তুরাগ নদীর পানি বিপদ সীমার ০.৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে ৫ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। ৫.৯৫ সেন্টিমিটার হলো এই নদীর বিপদ সীমা।

অন্যদিকে বংশী নদী নদীর পানি বিপদ সীমার ২০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে ৫.৩০ সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। ৭.৩০ সেন্টিমিটার হলো এই নদীর বিপদ সীমা। ১১ জুলাই পর্যন্ত কৃষিজমি ও কোন পরিবার ক্ষতিগ্রস্ত হয় নি।

Related Articles

Leave a Reply

Close
Close