প্রধান শিরোনামবিশ্বজুড়ে

কাতারে এফ-২২ জঙ্গিবিমান মোতায়েন করেছে আমেরিকা

ঢাকা অর্থনীতি ডেস্ক: কাতারের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী এফ-২২ র‍্যাপ্টর স্টিলথ জঙ্গিবিমান মোতায়েন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে টানাপড়েন ও উত্তেজনা সৃষ্টির পর আমেরিকা যে শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে তারই অংশ হিসেবে এ বিমান মোতায়েন করা হলো।

মার্কিন সরকার উসকানিমূলক আচরণ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের আকাশসীমায় ড্রোন পাঠানোর পর তা ভূপাতিত করে তেহরান। এরপর দু দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত পর্যায়ের যুদ্ধের হুমকি দিয়েছেন।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকম শুক্রবার ঘোষণা করেছে, এফ-২২ বিমান প্রথমবারের মতো কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে পৌঁছেছে। এ বিমান মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় এলাকায় মার্কিন স্বার্থ রক্ষা করবে বলে ঘোষণায় বলা হয়েছে। তবে কত সংখ্যক বিমান কাতারে এসেছে তা জানানো হয় নি।

কাতারের আল-উদেইদ ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেখানে আমেরিকা ও পশ্চিমা মিত্রদের অন্তত ১১ হাজার সেনা মোতায়েন ও ১০০ বিমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close