খেলাধুলা

কাতার টি-টেন লিগে দুর্নীতি, তদন্ত করছে আইসিসি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কাতার টি-টেন লিগের প্রথম আসর শেষ হলেও টুর্নামেন্টটি নিয়ে দুর্নীতির প্রশ্ন রয়েই গেছে।টুর্নামেন্টটির অনুমোদন দেয়ার ১২ মাস পরেই আয়োজক ও মালিকানা পরিবর্তন হয়। ফলে আইসিসির সন্দেহ হলে শক্ত অবস্থানে যায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। প্রায় একমাস পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিশ্চিত করেছে তাদের বিরুদ্ধে তদন্ত চালানোর বিষয়টি।

আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘আয়োজকদের তথ্যের ওপর ভিত্তি করে আইসিসি ১২ মাস আগে এই টুর্নামেন্টের অনুমোদন দিয়েছিল। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আয়োজক এবং দলের মালিকানা পরিবর্তনে আমাদের সন্দেহ বাড়িয়ে দেয়। এই সন্দেহে অতিরিক্ত তদন্তকারী সংস্থা নিয়োগ দেয়া হয়।’

তিনি আরও বলেন, আমরা কাতার এবং বিশ্বব্যাপী পরিচিত দুর্নীতিবাজদের বাধা দিতে পেরেছি। তাদের পরিকল্পনা আমরা ভেস্তে দিতে পেরেছি। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আমাদের চেষ্টা অব্যহত থাকবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close