বিশ্বজুড়ে

কারাগারে সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যার চেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনিন আনেজ চাভেজ । তবে এখন তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে তার পরিবারের সঙ্গে রয়েছেন। শনিবার তিনি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কারাগারটির পরিচালক জুয়ান কার্লোস লিম্পিস বলেন, ‘তার অবস্থা স্থিতিশীল আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তিনি কারাগারে পরিবারের সঙ্গে রয়েছেন। মানসিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পাশে থাকা প্রয়োজন।’

দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে আনেজ হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে ক্যারোলিনা রিবেরা। এ কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে ধারণা তার।

২০১৯ সালের ১৩ মার্চ জিনিন আনেজকে গ্রেপ্তার করা হয়। সেই সময়কার সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে তাকে কারাগারে পাঠানো হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close