দেশজুড়েপ্রধান শিরোনাম

কারামুক্ত ইরফান সেলিম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নৌবাহিনীর এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় কারামুক্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫ টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন বলে জানিয়েছেন জেল সুপার।

এর আগে, রোববার (২৫ এপ্রিল) ইরফানকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজের আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর ইরফান সেলিমের পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা।

তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, আপিল বিভাগের আজকের এই আদেশের ফলে ইরফানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close