জীবন-যাপন
Trending

কার্ড জালিয়াতির ঝুঁকি থেকে সাবধান থাকুন

আপনার তথ্যসমূহ সুরক্ষিত রাখুন।

• আপনার পিন নম্বর অন্য কারো সাথে আদান-প্রদান করবেন না, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গেও না।

• পিন নম্বর মুখস্থ রাখুন। কোথায় লিখবেন না, আপনার ব্যক্তিগত ডায়েরিতেও না।।

• আপনার ফিন্যান্সিয়াল ডকুমেন্ট অনুমোদিত কোন ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে আদান-প্রদান করবেন না।

• বিদেশ থেকে আসার পর আপনার ক্রেডিট কার্ডের ইউএসডি অংশটুকু বন্ধ করে ফেলুন।

ATM / POS টার্মিনাল ব্যবহারের সময় সতর্ক থাকুন।

• এটিএম/পিওএস টার্মিনালে আপনার পিন নম্বর/পাসওয়ার্ড প্রবেশের সময় পিন প্যাডটি ঢেকে রাখুন।

• এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার কার্ড অন্য কাউকে দিবেন না।

• কোন আউটলেটে ব্যবহার করার সময় আপনার কার্ড এর দিকে নজর রাখুন।

• এটিএম/পিওএস টার্মিনালে পিন হােল ক্যামেরা বা অন্যান্য অস্বাভাবিক ডিভাইসের ব্যাপারে সতর্ক হােন।

Related Articles

Leave a Reply

Close
Close