তথ্যপ্রযুক্তি

কাশ্মীরে ৫ মাস পর নতুন বছরে এসএমএস সেবা চালু!

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে বন্ধ রাখা এসএমএস সেবা নতুন বছরের শুরুতে চালু করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাত থেকেই এসএমএস সেবা চালু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ বছর কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হবে। তবে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট বন্ধই থাকবে। খবর এনডিটিভির।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকেই সেখানে ইন্টারনেট ও মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। যে কোনো ধরনের সহিংসতা এড়াতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার কাশ্মীরে এসএমএস সেবার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন কেন্দ্রশাসিত অঞ্চলবিষয়ক সরকারি মুখপাত্র রোহিত কানসাল।

এদিকে গত সোমবার ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টির পাঁচ নেতাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে এখনও আটক রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close