দেশজুড়ে

কুরিয়ারের গাড়িতে পার্সেলের বদলে আনা হল মানুষ, লাখ টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা থেকে রাজশাহীতে ‘আহমেদ পার্সেল সার্ভিস’ পণ্যের বদলে মানুষ নিয়ে আসে। বিষয়টি অবগত হলে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়

করোনাভোইরাসের আতঙ্কের মধ্যেই ঢাকা থেকে রাজশাহী নগরীতে কুরিয়ারে পণ্যের বদলে মানুষে আনার অভিযোগে আহমেদ পার্সেল সার্ভিসকে বুধবার (২৫ মার্চ ) এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমা জানান, করোনাভোইরাসের আতঙ্কের মধ্যে ঢাকা থেকে রাজশাহী নগরীতে আহমেদ পার্সেল সার্ভিস পণ্যের বদলে মানুষ নিয়ে আসে। বিষয়টি অবগত হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আহমেদ পার্সেল সার্ভিসের মালিক নবুয়াত আলী জরিমানা প্রদান করেন।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহমেদ পার্সেল সার্ভিসের সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close