দেশজুড়ে

কুড়িয়ে পাওয়া ১১ লাখ টাকা ফেরত দিলেন বই বিক্রেতা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ধরুন রাস্তায় পুরনো জুতার বাক্সে কুড়িয়ে পেলেন লাল-লাখ টাকা। কী করবেন তখন আপনি? কেউ কেউ হয়তো নিজের করে নেবেন। তবে যারা মানবিক ও সৎ তারা খুঁজবেন টাকার মালিককে। সেটিই করেছেন বই বিক্রেতা সেন্টু হোসেন সুমন। রাজধানীর হাজারীবাগে কুড়িয়ে পাওয়া সাড়ে ১১ লাখ টাকা পুলিশের সহায়তায় পৌছে দিয়েছেন এর মালিকের কাছে।

কথায় আছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিকও রতন। হয়তো এ কারণেই রাস্তায় পড়ে থাকা ছেঁড়া শপিংব্যাগে উঁকি দেন বইবিক্রেতা সেন্টু হোসেন সুমন। যাতে পুরনো জুতার বাক্স। ভেতরে সাড়ে ১১ লাখ টাকা। তবে সুমন তার নামের মতোই সু অর্থাৎ ভালো মনের। তাইতো টাকার মালিককে খুঁজতে দ্বারস্থ হন পুলিশের।

ঘটনাটা গত ১২ ডিসেম্বর হাজারীবাগের। তবে সেন্টু মিয়া তার আত্মীয় এক এসআইয়ের মাধ্যমে নিউমার্কেট থানায় টাকা জমা দিয়ে সাহায্য চান। যার দু’দিন পরে টাকার খোঁজে তার মালিক ব্যবসায়ী হারুন অর রশিদ জিডি করেন। এর সূত্র ধরে কাজ করে পুলিশ।
সব তথ্য যাচাই-বাছাই শেষে মূল মালিকের হাতে টাকা তুলে দেয় পুলিশ।

একজন টাকা ফেরত দিয়ে আরেকজন পেয়ে খুশিতে আপ্লুত।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close