কৃষিশিল্প-বানিজ্য

কৃষকরা ঋণের পেলো ১ লাখ টাকা, ব্যাংক কর্তা আতসাৎ করলো ২৭ লাখ

ঢাকা অর্থনীতি ডেস্ক: হলুদ ও আদা চাষে বিভিন্ন চাষীদের নামে ব্যাংক থেকে ঋণের টাকা তুলে আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাকে (৫৯) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ জুলাই) সকালে নগরের জিইসি মোড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার নিবারন চন্দ্র তনচংগ্যা রাঙামাটির কাপ্তাইয়ের বরইছড়ি এলাকার মৃত সুরেন্দ্র লাল তনচংগ্যার ছেলে।

দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম বলেন, আদা ও হলুদ চাষীদের কাছে বিতরণের নামে অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাসহ আরো কয়েকজন ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। সে টাকার মধ্যে চাষীদের ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে বাকি ২৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করেন নিবারন চন্দ্র তনচংগ্যা।

এ ঘটনা জানাজানি হওয়ার পর দুদক অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় নিবারন চন্দ্র তনচংগ্যাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close