দেশজুড়ে

কোনো দলের পক্ষে অবস্থান নেবে না যুক্তরাষ্ট্র : পিটার হাস

ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোনো দলের পক্ষে অবস্থান নেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটাস ডি হাস।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পিটার হাসের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শর্তহীন সংলাপের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পিটার হাস বলেন, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়।মার্কিন রাষ্ট্রদূত বলেন, শর্তহীন সংলাপ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

এদিকে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, আজ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। এখন আর সংলাপের সুযোগ নেই। সময় চলে গেছে।

যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের চিঠির বিষয়ে কাদের বলেন, এ নিয়ে দলীয় প্রধানের সঙ্গে আলাপ করবেন।

Related Articles

Leave a Reply

Close
Close