দেশজুড়ে

কোন কারণে দেশে ফিরতে পারছেন না তারেক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০ নভেম্বর ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন।

ঐদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেকের ৫৫তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে তারেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে।

যুবদলের দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সুদূর প্রবাসে (লন্ডনে) অবস্থারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে আমিসহ আমার রাজনৈতিক সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করব আল্লাহতায়ালা যাতে তাঁকে সুস্বাস্থ্যে দীর্ঘদিন নেক হায়াত দান করেন। শারীরিক অবস্থার (অসুস্থতা) কারণে উনি দেশে আসতে পারছেন না। সেখান (লন্ডন) থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’

আব্বাস বলেন, ‘যুবদলের বর্তমান ও সাবেক নেতারা কি ভুলে গেছেন এমনই একটা সময় ছিল ’৯০-৯১ বা তার আগে। এই যুবদলই নেতৃত্ব দিয়ে স্বৈরাচারী এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল।’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ সময় দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রসঙ্গ এনে বলেন, ‘আমরা আছি একটি দ্বন্দ্বের মধ্যে—নেত্রীর মুক্তি প্যারোলে না জামিনে। কিন্তু নেত্রীর মুক্তি যে রাজপথে হয়—এই কথাটা কেন জানি আমরা বিবেচনায় নিচ্ছি না।’

ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেন, ‘স্বৈরশাসক শাহ পাহলবির আমলে আয়াতুল্লাহ খোমেনি প্যারিস থেকে যেভাবে বিপ্লব সংঘটিত করে তেহরানের মাটিতে নেমেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশেও অচিরেই বিপ্লব সংঘটিত হবে।’

১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান বগুড়ায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে ১/১১-এর পর নানা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে গুরুতর অসুস্থ হলে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close