প্রধান শিরোনামবিশ্বজুড়ে

কোন দেশে কত রোহিঙ্গা?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১৯৪৮ সালে স্বাধীন বার্মা রাষ্ট্রের জন্মের পর থেকে নিজভূমে অধিকার পাননি রোহিঙ্গা মুসলমানরা৷ সেনাবাহিনীর নির্যাতনের মুখে ১৯৭০ থেকে দেশ ছাড়তে শুরু করেন তারা, এ পর্যন্ত ১৭ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন৷

বাংলাদেশঃ  মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইন ছেড়ে বাংলাদেশে আসতে শুরু করেন রোহিঙ্গারা; এই সংখ্যা কিছু দিনের মধ্যে পৌঁছে যায় সাত লাখে৷ আর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা৷

পাকিস্তানঃ  দুই লাখের মত রোহিঙ্গা বর্তমানে পাকিস্তানে বসবাস করছেন৷ ১৯৪২ সালে বর্মায় সামরিক অভিযানের পর তারা পাকিস্তানে যেতে শুরু করেন৷

থাইল্যান্ডঃ মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথ হিসেবে রোহিঙ্গারা থ্যাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার করত৷ এই দেশটিতে এখন এক লাখ রোহিঙ্গার বসবাস৷

মালয়েশিয়াঃ ইউএনএইচসিআর এর হিসেব অনুযায়ী ৫৯ হাজার রোহিঙ্গা মালয়েশিয়ায় রয়েছেন৷ দেশটি জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী না হওয়ার রোহিঙ্গাদের শরণার্থীদের স্বীকৃতি দেয়নি৷ এখন তারা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে৷

ভারতঃ মিয়ানমার থেকে অবৈধভাবে ৪০ হাজার রোহিঙ্গা ভারতে গিয়ে বসবাস করছে৷ সীমান্তপথে ভারতে অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গ, জম্মু ও আসামে বসবাস করছেন তারা৷

যুক্তরাষ্ট্রঃ এশিয়ার দেশগুলোর বাইরে যুক্তরাষ্ট্রে ১৩ হাজারের মত রোহিঙ্গা বসবাস করছে৷ মিয়ানমারে নিপীড়নের শিকার এই জনগোষ্ঠীকে ২০০২ সাল থেকে সেখানে থাকতে দেওয়া হচ্ছে, বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থী শিকাগোতে বসবাস করে৷

ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় ১১ হাজার ৯৪১ জন নিবন্ধিত রোহিঙ্গা মুসলিম শরণার্থী রয়েছে৷ মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়াও জাতিসংঘের শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী না হওয়ায় তারা প্রথমে রোহিঙ্গাদের গ্রহণে অস্বীকৃতি জানায়৷ পরে এদের সাময়িকভাবে আশ্রয় দেয়৷

নেপালঃ নেপালে এখন ২০০ জন রোহিঙ্গা বসবাস করছেন৷ বাংলাদেশে ও ভারত হয়ে এরা নেপালে চলে যায়৷

 

সূত্রঃ ডিডব্লিও

Related Articles

Leave a Reply

Close
Close