বিনোদন

ক্যান্সারকে হারিয়ে খুব শিগগিরই ফিরে আসব : মুন্নাভাই

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্যান্সারকে হারিয়ে খুব শিগগিরই কাজে ফিরতে চান বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গত আগস্ট মাসে জানা যায় তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত।

বর্তমানে তিনি সিনেমা থেকে দূরে আছেন। তার মাঝেই চুল কাটাতে গিয়েছিলেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের স্যালোঁতে।

সেখানে এই অভিনেতা বলেন, ‘আমি সঞ্জয় দত্ত। এতদিন পর স্যালোঁতে এসে বেশ ভালো লাগছে। চুল কাটালাম।’

তিনি একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে সঞ্জয়কে কথা বলতে শোনা যায়, ‘ক্যান্সারকে হারিয়ে ফিরে আসব’।

এরপরই মাথার একদিকে একটি দাগকে দেখিয়ে তিনি বলেন, ‘দেখুন, এটা আমার সম্প্রতি পাওয়া একটি ক্ষত, কিন্তু আমি একে জয় করে ফিরে আসব। খুব তাড়াতাড়ি ক্যান্সার সারিয়ে সুস্থ হয়ে উঠব।’

জানা যায়, তৃতীয় পর্যায়ে রয়েছে তার ক্যান্সার। গত আগস্টে শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা।

প্রথমে মনে করা হয়েছিল করোনার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু টেস্ট নেগেটিভ আসে। এরপরই তার ক্যান্সারের কথা প্রকাশ্যে আসে।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতির পর ছেলেমেয়েকে দেখতে স্ত্রী মান্যতার সঙ্গে উড়ে গিয়েছিলেন দুবাই। তার বর্তমান ঠিকানা মুম্বাই। এবার ‘শমসেরা’ ছবির জন্য তিনি ডাবিংয়ের কাজ শুরু করবেন।

এই ছবিতে সঞ্জয়ের সঙ্গে দেখা যাবে রণবীর কাপুর এবং বাণী কাপুরকে। পাশাপাশি ‘কেজিএফ’-এর জন্যও প্রস্তুতি শুরু করেছেন তিনি। এতদিন পর কাজে ফিরতে পেরে উচ্ছ্বসিত ‘মুন্নাভাই’।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close