খেলাধুলাপ্রধান শিরোনাম

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ক্যামেরন হোয়াইট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। ২০১৮ সালে সবশেষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি। দুই বছর আগে জাতীয় দলে হয়ে খেলার পর ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দে ছিলেন না ডানহাতি এই ব্যাটসম্যান। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখাতে ইচ্ছুক ৩৭ বছর বয়সী এই অজি ক্রিকেটার।

হোয়াইট বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট। আমার মনে হয়েছে আমার খেলোয়াড়ি জীবন শেষ। আমি এ ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছি। তবে এখন আমি কোচিংয়ে মনোযোগ দিতে চাই।’

২০০৫ সালে আইসিসির বিশ্ব একাদশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল হোয়াইটের। এরপর থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৯১টি ওয়ানডে, ৪৭টি টি-টোয়েন্টি ও ৪টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার।

সাদা পোশাকের চেয়ে সীমিত ওভারের ক্রিকেটেই বেশি উজ্জ্বল ছিলেন হোয়াইট। ওয়ানডেতে ৩৩.৯৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ৭২ রান। আর টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৯৮৪ রান। ৪ টেস্টের ক্যারিয়ারে তার রান ১৪৬।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close