তথ্যপ্রযুক্তি

ক্রেডিট কার্ড হারিয়ে গেলে কি করবেন?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রতিদিনের জীবনযাত্রায় কেনাকাটা, কাঁচা বাজার, বাসের টিকিট থেকে প্লেনের, বিদ্যুতের বিল থেকে হোটেল বুকিং সব কিছুর জন্য ক্রেডিট কার্ডের জুড়ি নেই। এই কার্ডের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার প্রয়োজনীয় সব কেনাকাটার খরচ কমাতে পারবেন।

আর কার্ড ব্যবহারে টাকা হারাবে না। এছাড়া কার্ডে কেনাকাটা করলে অনেক অফার ও উপহার পেতে পারেন।

তাই ক্রেডিট কার্ডটি সব সময় নিরাপদে রাখতে হবে। তবে বিশেষ করে যদি হারিয়ে বা চুরি হয়ে যায় তবে কী করবেন?

আসুন জেনে নেই ক্রেডিট কার্ড হারালে কী করবেন……  

১. যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন। ফলে এই কার্ড থেকে আর কোনো ধরনের লেনদেন করা যাবে না। এরপর খুঁজে দেখুন কার্ডটি কোথাও আছে কিনা।

২. মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখুন। ফলে কার্ডে কিছু পে করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে আসবে।

৩. কার্ডের পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না। বিশ্বস্ত ছাড়া অন্য কাউকে কার্ড ব্যবহার করতে দেবেন না।

৪. কেনাকাটা করার বিল দেওয়ার সময় কাউন্টারের সামনে থাকুন।

৫. কার্ড যদি হ্যাক হয় এটা বোঝার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের সাহায্যে পিন নম্বর পরিবর্তন করে নিন।

Related Articles

Leave a Reply

Close
Close