প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

ক্ষতিগ্রস্ত সেই ছাদ বাগানের নারীকে গাছ উপহার দিল ‘গ্রিন সেভার্স’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাসার ছাদে বাগানের গাছ কেটে ফেলায় মর্মাহত সেই নারীকে উপহার দেয়া হয়েছে গাছ। আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সুমাইয়া হাবিবের বাসায় গিয়ে গাছ গুলো উপহার দেয় পরিবেশবাদী সংগঠন ‘গ্রিন সেভার্স’।

এদিকে পুলিশ জানায়, ছাদ বাগানকে কেন্দ্র করে ঐ অ্যাপার্টমেন্টে দুই প্রতিবেশির মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে ছাদের গাছ কেটে ফেলেন, খালেদা আক্তার লাকি। সকালে অভিযুক্ত খালেদা আক্তার লাকিকে আটক করা হয়েছে।

এরআগে, মঙ্গলবার (২২ অক্টোবর) গাছকাটার সুমাইয়া হাবিবের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

সাভারের সিআরপি রোডের এমন ভয়াবহ এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল!

এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই! সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।

বিষয়টি নিয়ে অনলাইনে প্রকাশিত হওয়ার পরে প্রশাসনের নজরে আসে। এজন্যই জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে ওই নারীর ছেলে তার মাকে নির্দোষ দাবি করে ফেসবুক লাইভে বক্তব্য দেন।

Related Articles

Leave a Reply

Close
Close