বিশ্বজুড়ে

ক্ষুধা পেলে স্বর্ণ খায়, অস্ত্রোপচার করে পেট থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: তরুণীর পেট থেকে অস্ত্রোপচার করে প্রায় দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এসময় ঐ তরুণীর পেটে ৬০টি মুদ্রাও পাওয়া গেছে বলে জানা যায়। খবর বিবিসি বাংলার।

ভারতের পশ্চিমভঙ্গে ওই তরুণী গত সপ্তাহে হঠাৎ পেট ব্যাথা আর বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার পেট এক্সরে করে এসব পদার্থের অস্তিত টের পান। তারপর এগুলো বের করার জন্য বুধবার অস্ত্রোপচার করানো হয় ওই তরুণীকে।

রুনি খাতুন নামে ওই তরুণীর পরিবার জানায়, সে মানসিকভাবে ভারসাম্যহীন ফলে হাতের কাছে যা পায় তাই খেয়ে নেয়।

তরুণীর অস্ত্রোপচারের দায়িত্বে থাকা ডা. সিদ্ধার্থ বিশ্বাস জানান, মেয়েটি পেটে ব্যাথার সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে আমরা এক্সরে করার সিদ্ধান্ত নেই। তারপর তার পেটে ধাতব পদার্থের উপস্থিতি টের পেয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করি। সেখান থেকেই আমরা এসব স্বর্ণ ও ধাতব মুদ্রা বের করি।

অস্ত্রোপাচারের পর ওই তরুণীর পাকস্থলী থেকে ৬৯টি গলার হার, ৮০টি কানের দুল, ১৯ টি আংটি, ৪৩টি পায়ের নূপুর, ১১টি নাকছাবি, ৪টি মার্বেল গুলি আর ৪টি চাবি একটি ঘড়ি উদ্ধার করা হয়।

তার পাকস্থলী থেকে উদ্ধারকৃত স্বর্ণের উজন ১ কেজি ৬৮০ গ্রাম।

রোগীর পরিবার থেকে জানা যায়, তার বাড়িতে একটি মনোহরী পণ্যের দোকান রয়েছে সেখান থেকেই ক্ষুধা পেলে ধাতব মুদ্রা সহ অন্যান্য জিনিষ খেয়ে ফেলতেন ওই তরুণী।

Related Articles

Leave a Reply

Close
Close