দেশজুড়ে

খাগড়াছড়িতে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে ৫ জন নিহত

নিজেস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ির জেলার মাটিরাংগা উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে ৪০ বিজিবি‘র ১ জন সদস্য সহ ৫ জন নিহত হয়েছে।আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাংগা পৌরসভার ১ নং ওয়ার্ডের গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজিনগর বাজারে পাশে নিজ বাগান থেকে গাছ কেটে গেছে টলিতে করে চিড়ানোর জন্য স মিলে নেওয়ার ব্যবস্থা করতে গিয়ে বিজিবির সদস্যদের বাধার সম্মুখীন হন বাগান মালিক। বিজিবি সদস্যদের সাথে কথা-কাটাকাটির সময় স্থানীয় জনগণ জড়ো হলে একপর্যায়ে বিজিবি সদস্যরা উত্তেজিত হয়ে গুলি চালালে ঘটনাস্থলেই বিজিবি সদস্য শাওনসহ সাহাব মিয়া(৭০)তার ছেলে আলী আকবর ও আলী আহম্মদ নিহত হন। আহত হন হানিফ(২৯) ও মফিজ (৪৪)।

এদিকে স্বামী ও সন্তানের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে রঞ্জু বেগম মাটিরাংগা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসাধীন।প্রথম দিকে রঞ্জু বেগমের মৃত্যুর খবর চতুরদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত মো. মফিজ মিয়া ও মো. হানিফ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মফিজ মারা যায়।এদিকে ঘটনার পরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলসহ পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।

মাটিরাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভুইয়া জানান ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দু জনকে আটক করেছে পুলিশ।

বিকেল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আব্দুল আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সারাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন সুষ্ঠু তদন্তের জন্য খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এলাকাবাসি বিজিবি চেকপোস্ট প্রত্যাহারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনমনে শোক ও আতংক বিরাজ করছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close