বিশ্বজুড়ে

খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে মাস্কাটে অভিযানঃ জড়িত এশিয়ান প্রবাসী

এইচ এম হুমায়ুন কবির, ওমান: ওমানের রাজধানী মাস্কাটে খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা করে মাস্কাট পৌরসভা।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) মাস্কাট শহরের রুইয়ের একটি অ্যাপার্টমেন্টে এ অভিযান চালায় মাস্কাট পৌর প্রশাসন।

ঐ ফ্ল্যাটে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রচুর পরিমাণে খাবার রান্না করে সেখান থেকে অন্যত্র ব্যবসায়িক উদ্দেশ্যে খাবার সরবরাহের করা হত।

মাস্কাট পৌরসভার কর্মকর্তারদের দেয়া তথ্য মতে শ্রমিকরা লাইসেন্স ছাড়াই পরিচালনা করত এই খাদ্য সরবরাহের কাজ এবং এতে করে খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন তারা।

মাস্কাট পৌরসভা এক বিবৃতিতে বলেছে “পৌর কর্তৃপক্ষ রুই অঞ্চলে একটি ফ্ল্যাটে অভিযান চালায়। বাণিজ্যিক উদ্দেশ্যে খাবার রান্না ও খাবার তৈরির জন্য প্রবাসী শ্রমিকরা ফ্ল্যাটটি ব্যবহার করেছিলেন। ঐ ফ্ল্যাটে তৈরিকৃত খাবার রুইতে রেস্তোঁরা ও ক্যাফেতে বিতরণ করা হতো” যা কোন ভাবেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা নয় এবং এমন অননুমোদিত কর্মকাণ্ড দেশটির আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন তারা। জানা যায়, অবৈধ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে এশিয়ান প্রবাসীরা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close