বিশ্বজুড়ে

গণতান্ত্রিক বিকাশে বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র: মিলার

ঢাকা অর্থনীতি ডেস্ক: মঙ্গলবার (৩০ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গণতান্ত্রিক বিকাশে বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।

নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে কানাডার প্রকাশিত সন্দেহের বিষয়টি উঠে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তা সরাসরি এড়িয়ে যান মিলার। তিনি বলেন, কানাডার অনুসন্ধান নিয়ে কিছু বলার নেই। সেটা তাদের বিষয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। যেকোনো দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশের গণতান্ত্রিক নীতির বিকাশে সরকারের সাথে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকবে।

পাশাপাশি বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজসহ সবার অংশগ্রহণ নিশ্চিতের ওপর গুরুত্ব দেন তিনি। নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন মিলার। তিনি বলেন, বন্দিদের ব্যাপারে সুষ্ঠু ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে বাংলাদেশ; এমনটাই প্রত্যাশা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close