প্রধান শিরোনামবিশ্বজুড়ে

গণবিক্ষোভের ডাক দিলেন জম্মু-কাশ্মীরের নেতারা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কাশ্মীরে গণবিক্ষোভে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।  আগামীকাল শুক্রবার (২৩ আগস্ট) নামাজের পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার পর এই প্রথম আনুষ্ঠানিক বিক্ষোভের ডাক দিয়েছে জম্মু-কাশ্মীরের নেতারা।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যৌথ প্রতিরোধের নেতৃত্ব নামক একটি গ্রুপ কাশ্মীরের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে। সেখানে লেখা, ‘তরুণ থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সবাই জুমার নামাজের পর গণবিক্ষোভে যোগ দেবেন।’

গত ৫ আগস্ট অঞ্চলটির বিশেষ সুবিধা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগে ৪ আগস্ট অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য। তখন থেকে অঞ্চলটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close