বিশ্বজুড়ে

গত ২৪ ঘণ্টায় গাজায় ঝরলো আরও ৬২ প্রাণ

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ৬২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৯১ জন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর আল জাজিরার।

ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে। খান ইউনিস ও রাফায় চলে রাতভর বোমাবর্ষণ। বিমান হামলা চালানো হয়েছে উপত্যকার বেশ কয়েকটি সামরিক অবস্থানেও।

এদিকে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর নেটিভোটে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। যদিও এতে পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। হামলার বেশিরভাগ রকেটই প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, জানিয়েছে আইডিএফ।

উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতায় এযাবৎ প্রাণহানি ছাড়িয়েছে ৩৩ হাজার। যাতে আহত হয়েছেন ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close