দেশজুড়ে

যমুনা টেলিভিশনের সাংবাদিককে পপুলার ডায়গনস্টিকের কর্মীর মারধর

ঢাকা অর্থনীতি ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনের সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর মারধরের শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান। গতকাল বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে পপুলার ডায়গনস্টিকে আগুন লাগার সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার শিকার হন তিনি। এসময় দোষী ব্যক্তিকে দ্রুত আড়ালে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত নয়টার পরে এম আর আই ক্রুটিজনিত সমস্যার কারণে আগুন ধরে ধানমন্ডি পপুলারে দ্বিতীয় তলায়। এসময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে নিজেদের কারিগরী ব্যবস্থায় ক্রুটি থাকলেও তা সাধারণ জনগনকে জানাতে চায় না পুপলার ডায়াগনস্টিক।

হাসপাতালে আগুন লাগার খবর কেনো গণমাধ্যম কর্মীরা কাভার করতে গেলেন, সেই ক্ষোভে সংবাদ কর্মীদের সাথে বাগ বিতন্ডায় জড়ান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। বাগবিতন্ডার এক পর্যায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারেরই এক কর্মী আক্রমণ করে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হানের উপর।

আক্রমণের পর পপুলারেই কর্মকর্তারা নিজেদের কর্মী পরিচয় দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করান অপরাধীকে। নিজেদের কর্মীকে পুলিশের হাতে তুলে দিতেও অস্বীকৃতি জানান তারা।

কিছুক্ষণ পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেন, আক্রমণকারী আদৌ তাদের কর্মী কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখবেন।

এই বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও দ্রুতই অপরাধীকে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close