দেশজুড়ে

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানী এবং নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়।

এসময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কক্ষ তল্লাশী করেন দুদক কর্মকর্তারা। তল্লাশী করে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করা কর্মচারী রফিকুল ইসলামের কক্ষের একটি লকারের মধ্য থেকে দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদুক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ফাতেমা বেগম কোন মন্তব্য করতে রাজি হননি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close