শিক্ষা-সাহিত্যশিল্প-বানিজ্য

গবেষণা খাতে বরাদ্দ ৫০ কোটি টাকা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি উচ্চতর রাখার অন্যতম পূর্বশর্ত হলো বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন। দেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

এ সময় ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গবেষণা ও উন্নয়ন খাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

Related Articles

Leave a Reply

Close
Close