জীবন-যাপন

গবেষণা বলছে, যৌন সম্পর্কে নারীদের তুলনায় পুরুষরা বেশি আগ্রহী!

ঢাকা অর্থনীতি ডেস্ক: পুরুষরা জেনে নিন? সমীক্ষা বলছে, মেয়েদের তুলনায় যৌন চাহিদা বা শারীরিক সম্পর্ক স্থাপনে নাকি তিনগুণ বেশি আগ্রহী পুরুষেরা ! বহু সংখ্যক নারী-পুরুষের মধ্যে এই সমীক্ষা চালিয়ে শেষপর্যন্ত এই সিদ্ধান্তে এসেছেন একদল গবেষক। তাই যৌন সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে মহিলাদের থেকে পুরুষদের ভূমিকাই নাকি বেশি গুরুত্বপূর্ণ।

জার্নাল ইবলিউশনারি বিহেভিয়ারাল সায়েন্সেস-এ প্রকাশিত এই সমীক্ষা অনুযায়ী সম্ভোগ তৃপ্তিদায়ক করতে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করে। যেমন, সঙ্গীর সঙ্গে আপনি কতটা খুশি, কতখানি দু-জনে সব বিষয়ে একসঙ্গে সময় কাটান, একে অন্যকে কতটা ভালোবাসেন, বিশ্বাসই বা করেন কতটা—এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করে সুস্থ যৌন জীবন। নরওয়ে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যআন্ড টেকনোলজির ট্রেন্ড উইগো গ্রান্টওয়ে (এনটিএনইউ) বলছেন, আবেগ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Articles

Leave a Reply

Close
Close