দেশজুড়েপ্রধান শিরোনাম

গাইবান্ধায় পরিমাপে কম পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীর রূপ ফিলিং স্টেশন পরিমাপে কম পেট্রোল বিক্রি করায় একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৭ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করেন, গাইবান্ধা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

আব্দুস সালাম জানান, অভিযুক্ত ফিলিং স্টেশনে পরিমাপে কম জ্বালানি বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে রূপ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা মেলায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close