দেশজুড়েপ্রধান শিরোনাম

গাজীপুরে র‌্যাবের গুলিতে ‘মাদক ব্যাবসায়ী’ নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনি মাদক চোরাকারবারি এবং তার বিরুদ্ধে মাদকসহ ১২টি মামলা রয়েছে।

সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনায় তিনি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসার তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র‌্যাব। একপর্যায়ে একটি ট্রাককে থামার সংকেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ট্রাক ফেলে কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিহত ব্যক্তি কক্সবাজারের মাদক কারবারি নুরুল হক বলে নিশ্চিত হওয়া যায়।

বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close