দেশজুড়ে

গৃহবধূ অপহরণের দায়ে পুলিশ সদস্যের ১৪ বছর কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ খুলনায় গৃহবধূ অপহরণের দায়ে পুলিশ কনস্টেবল  মিরাজ উদ্দিনকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩’র বিচারক মোহা. মহিদউজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিরাজ উদ্দিন খুলনা জেলা কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানান, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর এক গৃহবধূ পাঁচ বছরের শিশুকে নিয়ে স্বামীর বন্ধু সেলিম হোসেনের সঙ্গে খালিশপুর মুজগুন্নি পার্কে বেড়াতে আসেন। এ সময় মো. মিরাজ উদ্দিন মোটরসাইকেল যোগে এসে সেলিম হোসেনের সঙ্গে ওই গৃহবধূর ছবি তোলেন। পরে সেই ছবি দেখিয়ে ২২০০ টাকা ছিনিয়ে নেন এবং ভয় দেখিয়ে সেলিম হোসেনকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেন। পরে মিরাজ হোসেন ওই গৃহবধূকে গল্লামারির এক আবাসিক হোটেলে নিয়ে আটকে রাখেন।

সেলিম হোসেন তাদের গতিবিধি অনুসরণ করে বিষয়টি খালিশপুর থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে ও মিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি তাকে ধর্ষণ ও অপহরণের কথা উল্লেখ করেন।

তবে আদালতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। সন্দেহাতীতভাবে অপহরণের অভিযোগ প্রমাণিত হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি ফরিদ আহমেদ।

Related Articles

Leave a Reply

Close
Close