দেশজুড়েপ্রধান শিরোনাম

গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও

ঢাকা অর্থনীতি ডেস্ক:আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেছে সাধারণ গ্রাহকরা। এ সময় আঞ্চলিক কার্যালয়ের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ কর্মসূচি পালন করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন। এ সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, আমরা নারায়ণগঞ্জবাসীর সহসভাপতি আঞ্জুমানা আরা আকসির, সহসাধারণ সম্পাদক পপি রানি সরকার, সাংগঠনিক সম্পাদক বদরুল হক ও মহিলা সম্পাদিকা খোদেজা খানম নাসরীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূর উদ্দিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে জ্বালানি গ্যাসের সংকট চলছে। এ সমস্যা সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও সমাধানে কোনো উদ্যোগ নেই। প্রতি মাসে নিয়মিত বিল দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। তিতাস কর্মকর্তাদের দুর্নীতির কারণে গ্যাসের এ অবস্থা। তাদের দুর্নীতি বন্ধ করতে হবে।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক বিপণন উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনার রশীদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সমস্যার কারণে বিদ্যুতের উৎপাদন ঠিক রাখার জন্য, তাদের বেশি গ্যাস দিতে হচ্ছে। এই সমস্যা শুধু নারায়ণগঞ্জে নয়, পুরো বাংলাদেশের একই অবস্থা।

Related Articles

Leave a Reply

Close
Close