প্রধান শিরোনামবিশ্বজুড়ে

গ্রিনল্যান্ড উপকূলে পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপ আবিষ্কার

ঢাকা অর্থনীতি ডেস্ক: গ্রিনল্যান্ড উপকূলে পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপ আবিষ্কার করেছেন একদল বিজ্ঞানী। বিজ্ঞানীরা জানান, দ্বীপটি তারা সৌভাগ্যবশত আবিষ্কার করেছেন। গ্রীনল্যান্ড একটি বিশাল স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল যা ডেনমার্কের অন্তর্গত।

গত জুলাইয়ে তারা ১৯৭৮ সাল থেকে সর্ব উত্তরের দ্বীপ বলে পরিচিতি উডাক আইল্যান্ডে নমুনা সংগ্রহ করতে যান।

কিন্তু ড্যানিশ কর্মকর্তারা তাদের অবস্থান পরীক্ষা করে দেখেন যে, তারা আরো ৮০০ মিটার উত্তরে রয়েছেন। ৬০ মিটার দৈর্ঘ্য ও ৩০ মিটার প্রস্থের দ্বীপটি উত্তর মেরুর সবচেয়ে কাছের ভূমি বলে জানান তারা।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গ্রিনল্যান্ডের আর্কটিক স্টেশনের বিজ্ঞানী দলের প্রধান মর্টেন রাশ বলেন, ড্যানিশ-সুইস গবেষণা অভিযানের সময় দ্বীপটি আবিষ্কৃত হয়েছিল যা তিনি সমন্বয় করেছিলেন।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close