দেশজুড়েপ্রধান শিরোনাম

ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন

ঢাকা অর্থনীতি ডেস্ক: কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। কুয়াশায় কমেছে দিন ও রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শীতের সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীসহ বেশিরভাগ জেলা। বুধবার (১৭ জানুয়ারি) নাগাদ খুলনা বিভাগে হালকা অথবা গুঁড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বরিশালে।

মেঘাচ্ছন্ন আকাশে দেখা মিলছে না সূর্যের। কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তাতে কোনো উত্তাপ নেই। এমন আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটতে পারে ফেরি, অভ্যন্তরীণ নৌযান ও বিমান চলাচলে।

এদিকে, গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। শীতজনিত রোগ-ব্যাধি বাড়ায় হাসপাতালে রোগীর চাপ তৈরি হয়েছে। যাদের বেশিরভাগই বয়স্ক ও শিশু।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close