দেশজুড়েপ্রধান শিরোনাম

‘ঘরমুখী যাত্রীদের ভিড় ঈদের চেয়ে বেশি’- শিমুলিয়া-কাঁঠালবাড়ী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার রোধে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শুরু হয়েছে সরকারি-বেসরকারি অফিসে কর্মরতদের। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। এই সুযোগে তারা গ্রামের বাড়ি যাচ্ছেন। অনেকে দুই একদিন আগেই পৌঁছে গেছেন গ্রামে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) যারা দেশের দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়িতে রওনা হয়েছেন, তারা পড়েছেন দুর্ভোগে। মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে দেখা গেছে হাজারো মানুষের ঢল। এদিকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিআইডাব্লিউটিএ নৌরুটের সকল লঞ্চ ও সী-বোট বন্ধ করে দিয়েছে। এতে ঘাটে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে যাত্রীদের। এই সুযোগে অতিরিক্ত ভাড়া দিয়েও তারা ফিরছেন বাড়িতে। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করেও পার হচ্ছেন নদী।

শিমুলিয়া ফেরি ঘাট, লঞ্চ ঘাট ও সী-বোট ঘাটে গিয়ে দেখা যায়, কাঁঠালবাড়ী, মাঝিকান্দি ও মাছ ধরার অসংখ্য অবৈধ ট্রলার অতিরিক্ত যাত্রী বহন করে পদ্মা নদী পাড়ি দিচ্ছে। এসময় অবৈধ ট্রলার চালানোর অভিযোগে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা পাঁচজনকে আটকও করেছেন।

অন্যদিকে ঘাটে ফেরি চলাচল করলেও পারাপারের অপেক্ষায় প্রহর গুণছে পাঁচ শতাধিক যানবাহন। আর এসব যানবাহনের সারি শিমুলিয়া ঘাট থেকে কুমারভোগ পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। আটকে পড়া এসব যাত্রীদের সঙ্গে কথা হলে তারা বলেন ঢাকা-মাওয়া মহাসড়কের বাসগুলো বন্ধ না করে শুধু লঞ্চ, ফেরি ও সি-বোট বন্ধ করায় দুর্ভোগের মাত্রা বেড়েছে বহুগুণ। ঢাকা থেকে বাসগুলো আগে বন্ধ করে দিয়ে পরে ফেরি, লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ করলে আর যাত্রীদের দুর্ভোগ হতো না।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান বলেন, ঘরমুখী যাত্রীদের ভিড় ঈদের চেয়ে বেশি। করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে তাদের মাইকিং করে নিরাপদ দূরুত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং অবৈধ ট্রলারগুলো বন্ধ এবং চালকসহ পাঁচটি ট্রলার আটক করা হয়েছে। যাত্রীদের সচেতনতাও ঝুঁকি এড়াতে ফেরিতে যাওয়ার পরামর্শ দেন তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close