দেশজুড়েপ্রধান শিরোনাম

চট্টগ্রাম বন্দরে মজুদকৃত বিপজ্জনক বিস্ফোরক দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ

বৈরুতে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে মজুদকৃত বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণের বিষয়টি নিয়ে আলোচনা শেষে এ সুপারিশ করা হয়েছে।

গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর-উত্তম। বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, বৈরুতের বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর ওই বিস্ফোরণ ঘটে। ভয়াবহ সেই বিস্ফোরণে অনেক লোক মারা যায়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close