দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের ওপর হামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদা না দেওয়ায় ঝালকাঠির নলছিটিতে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ আগস্ট) উপজেলার রানাপাশা ইউনিয়নের কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হামলায় আহত প্রধান শিক্ষক মোতালেব শাহ ফকির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ করেছেন তিনি।

অভিযোগপত্র ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি স্কুল সংস্কারের জন্য এক লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এ থেকে ২০  হাজার টাকা চাঁদা দাবি করেন কাঠিপাড়া গ্রামের সুজন হাওলাদার। চাঁদা না দেওয়ায় তিনি কয়েকদিন ধরেই প্রধান শিক্ষককে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন। সোমবার সকাল ১০টার দিকে স্কুলে ম্যানেজিং কমিটির সভা বসে। সভা শেষে সুজন হাওলাদারের নেতৃত্বে বেশ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে স্কুলে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়। একপর্যায় সুজন হাওলাদার তাকে চেয়ার দিয়ে পেটানো শুরু করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোতালেব শাহকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে চাঁদা দাবি ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন সুজন হাওলাদার। তিনি বলেন, ‘প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগটি মিথ্যা। তার ওপর কোনও হামলা করা হয়নি।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাদী একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।

Related Articles

Leave a Reply

Close
Close