রেসিপি

চিংড়ি ফ্রাই তৈরির রেসিপি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিকেলের নাস্তায় মুখরোচক ও স্বাস্থ্যোকর কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন মুচমুচে চিংড়ি ফ্রাই। চিংড়ির যেকোনো পদ এমনইতে বেশ মজাদার। আর চিংড়ি ফ্রাই হলে তা একধাপ এগিয়ে। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ :

চিংড়ি ৫০০গ্রাম (খোসা ছাড়ানো)
কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ
ডিম ১টি
আদা ও রসুনবাটা আধা চা-চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
পাউরুটির গুঁড়া বা বিস্কুটের গুঁড়া ১ কাপ
তেল পরিমাণ মতো।

প্রণালি :

প্রথমে চিংড়ি ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার একটি বাটিতে কর্নফ্লাওয়ার, আদা-রসুনবাটা, ডিম, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়িমাছগুলো মিশ্রণে ডুবিয়ে একে একে পাউরুটি অথবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে তেলে ছাড়ুন।

শসা, গাজর বা বাঁধাকপিকুচির সঙ্গে মেয়নেজ দিয়ে মাখিয়ে পরিবেশন করুন।

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close