দেশজুড়েপ্রধান শিরোনাম

চিকিৎসকের ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আখন্দকে সোমবার (২১ অক্টোবর) পলাশ ইউপি চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব লাঞ্ছিত করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুর জহুর সেতু থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার রাতেই ডা. আখতার উজ জামান আখন্দ বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও ছেলে সাইদুর রহমান রাজিবকে আসামি করে থানায় মামলা করেন। এ মামলায় আব্দুর জহুর সেতু থেকে পুলিশ আব্দুল কাইয়ুমকে আটক করে। তবে ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আবাসিক চিকিৎসক ডা. আখতার উজ জামানের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, চেয়ারম্যানের ছেলে সাইদুর রহমান রাজিব পলাতক। তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Close
Close