জীবন-যাপন

ছবি তুলার জন্য মাসিক বেতন ৩০ লাখ টাকা!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের বিভিন্ন সুন্দর জায়গায় ঘুরতে হবে তার সঙ্গে। সেখানে গিয়ে তুলতে হবে ছবি। এই কাজের জন্য লোক খুঁজছেন অস্ট্রেলিয়ান কোটিপতি ম্যাথিউ লেপ্রে। এই কাজের জন্য তিনি প্রতি মাসে বেতন দেবেন ৩৭ হাজার ৬০০ ডলার। টাকায় প্রায় ৩০ লাখ।

স্বপ্নের কাজ বলতে যা বোঝায়, যেন সেটাই অফার করছেন ওই অস্ট্রেলীয়। ম্যাথিউ লেপ্রে ইকম ওয়ারিয়র একাডেমির প্রতিষ্ঠাতা।

সম্প্রতি তিনি নিয়োগ করেছেন একজন ব্যক্তিগত সহকারী। এখন তিনি একজন ব্যক্তিগত ফটোগ্রাফারও নিয়োগ করতে চান। সেই পদের জন্যই লোক খুঁজছেন তিনি।

ম্যাথিউয়ের সঙ্গে ঘোরার সময় যে ছবি তোলা হবে, তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্টও করতে হবে। এই কাজের জন্য আবেদনকারীর থাকতে হবে বৈধ পাসপোর্ট ও ক্যামেরা। আর থাকতে হবে ঘুরে বেড়ানোর ইচ্ছা। যদিও ঘুরতে যাওয়ার সব খরচই বহন করবেন লেপ্রে। তাই ঘুরে বেড়ানো যদি আপনার নেশা হয়, তাহলে স্বপ্নের কাজ পেতে যোগাযোগ করতে পারেন লেপ্রের সঙ্গে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close