বিশ্বজুড়ে

বিরিয়ানিতে পছন্দের মাংস না পাওয়ায় গুলি করে হত্যাচেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বিরিয়ানি খাওয়ার সময় পছন্দের মাংসের টুকরো পাননি আরিফ। সেই নিয়ে আরিফের সঙ্গে কথা কাটাকাটি হয় মিরাজের। পরে বিয়ের অতিথিদের হস্তক্ষেপে আপাতত শান্ত হয় আরিফ হলেও এই ঘটনার ছয় মাস পর মিরাজকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। গুরুতর আহত অবস্থায় মিরাজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ের অনুষ্ঠানের ভূরিভোজের সময় বিরিয়ানিতে মাংস না পেয়ে গুলির এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাদিয়ানো এলাকায়।

দেশটির একটি দৈনিক বলছে, ছয় মাস আগে মাদিয়ানোর একটি বিয়েবাড়িতে পছন্দের মাংসের টুকরো দাবি করে আরিফ। মিরাজের বাবা সেই সময় খাবার পরিবেশন করছিলেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মিরাজের বাবার মুখে বিরিয়ানির প্লেট ছুড়ে মারে আরিফ।

বাবার অপমানের প্রতিবাদে এগিয়ে আসেন ২০ বছরের মিরাজ। সেই সময় বিয়ের অতিথিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিলেও ছয় মাস ধরে মনের মধ্যে ক্ষোভ পুষে রাখেন আরিফ।

মিরাজকে হত্যার পরিকল্পনা হিসেবে সন্ত্রাসী ভাড়া করেন আরিফ। অজয় কুমার নামে এক সন্ত্রাসী স্কুলভ্যান চালক মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় মিরাজের হাতে ও বুকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ দু’জনকেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close