দেশজুড়ে

ছয় দিন বন্ধ থাকবে সংবাদপত্র

ঢাকা অর্থনীতি ডেস্ক: আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ছয় দিন সংবাদপত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)।

বুধবার (২০ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তাই এই ছুটির মধ্যে কোনও দৈনিক পত্রিকা বের হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩শে মে থেকে ২৮শে মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪শে মে থেকে ২৯শে মে পর্যন্ত কোনও পত্রিকা প্রকাশ করা হবে না।

অন্যান্য বছর ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন মিলিয়ে তিন বা চার দিন (ঈদ উল ফিতরের চাঁদ দেখা সাপেক্ষে) ছুটি থাকে। এবার ছয় দিন ছুটি কেন জানতে চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ মতিউর রহমান জানান, করোনাভাইরাস সংক্রমণজনিত বিশেষ দুর্যোগময় পরিস্থিতির কারণে এবারের ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close