দেশজুড়েশিল্প-বানিজ্য

জবাব দিতে ছয় মাস সময় চায় ইভ্যালি

ঢাকা অর্থনীতি ডেস্ক: আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ের আইনি নোটিশের জবাবে গ্রাহক ও মার্চেন্টদের প্রতি চলমান দায়ভার স্পষ্ট করার ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ৬ মাসের সময় চায়।

যমুনা গ্রুপের নাম উল্লেখ না করে ১ হাজার কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে ইভ্যালি মন্ত্রণালয়কে অবহিত করেছে। ইভ্যালি জানিয়েছে প্রাথমিকভাবে তারা ২০০ কোটি টাকা পাবে যার মাধ্যমে দেনা মেটানো থেকে ব্যবসায় ফেরা অনেকখানি স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের এক কারণ দর্শানোর নোটিশের জবাবে ইভ্যালি জানায়, ‘তৃতীয় নিরপেক্ষ নিয়ন্ত্রক দ্বারা আমাদের সম্পূর্ণ আর্থিক বিবরণী এবং কোম্পানির ভ্যালুয়েশন-সহ উপস্থাপন করার জন্য এবং উক্ত পত্রের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ২-এর ‘ক’ হতে ‘ঙ’ পর্যন্ত বিষয়ে আমাদের অবস্থান এবং সংশ্লিষ্ট তথ্যাদি উপস্থাপনের জন্য ন্যূনতম আরও ৬ (ছয়) মাস সময় প্রয়োজন।’

ইভ্যালি আরও জানায়, ‘এই সময়ের মধ্যে ইভ্যালি পূর্বের প্রতিশ্রুত পণ্যের ডেলিভারি ক্রমান্বয়ে সমাপ্ত করার সর্বাত্মক চেষ্টা করবে এবং প্রতি ১৫ দিন অন্তর ডেলিভারির অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মন্ত্রণালয়কে প্রেরণ করবে।’
গত ১৯ জুলাই ইভ্যালিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। জানতে চাওয়া হয়, ইভ্যালির ব্যবসা পদ্ধতি ও গ্রাহক ভোগান্তির কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

নোটিশ পাঠানোর আগের দিন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘ইভ্যালি কীভাবে গ্রাহক ও মার্চেন্টদের বকেয়া পরিশোধ করতে তার ব্যাখ্যা চেয়ে সোমবারই (১৯ জুলাই) চিঠি পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যাখ্যা সন্তোষজনক না হলে কোম্পানি আইন অনুযায়ী আদালতের মাধ্যমে লিকুইডেটর নিয়োগ দিয়ে ইভ্যালির সম্পদ বিক্রি করে গ্রাহক ও মার্চেন্টদের পাওনা মেটানো কিংবা ইভ্যালির সম্পদ জব্দ করার উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় নিজেও মামলা করতে পারে।’

Related Articles

Leave a Reply

Close
Close