দেশজুড়ে

জরুরী সেবায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ; ঘর পেলেন নাহার বেগম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পৌরসভার ড্রেনের ওপর বসবাসকারী অসহায় বিধবা নাহার বেগম ৯৯৯-এ ফোন দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পেলেন ঘর। প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালী জেলা প্রশাসন বুধবার দুপুরে সদর উপজেলার লাউকাঠী আবাসনে তাকে একটি ঘর বুঝিয়ে দেন।

জানা যায়, কয়েক বছর ধরে বিধবা নাহার বেগম তার একমাত্র পুত্রকে নিয়ে পৌরসভার লাউকাঠী খেয়াঘাট এলাকায় ড্রেনের ওপর বসবাস করে আসছিলেন।

নাহার বেগম জানান, তার অমতে স্বামী দ্বিতীয় বিয়ে করে অনত্র চলে যায়। বন্ধ করে দেয় সন্তানের ভরণ পোষণ। এ নিয়ে আদালতে মামলা চলমান। নিজের আট বছরের বাচ্চাকে নিয়ে বাসায় বাসায় কোরান শিখিয়ে সেই সম্মানি দিয়ে সংসার পরিচালনা করতেন তিনি। দীর্ঘ দুই মাস করোনা পরিস্থিতিতে বাসায় বাসায় পড়ানোর কাজ বন্ধ থাকায় কূলহারা হয়ে গত ২০ এপ্রিল, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে তার কষ্টের কথা জানান এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close