করোনাপ্রধান শিরোনামস্বাস্থ্য

জানুয়ারিতে দেশে আসছে ৫০ লাখ করোনার ভ্যাকসিন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জানুয়ারি মাসে দেশে ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার(১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় গাইডলাইন সমূহের মোড়ক উন্মোচন এবং হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজনীয়তা বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে তিন কোটি ডোজ ভ্যাকসিন বুকিং দেয়া হয়েছে। রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরে ভ্যাকসিন ক্রয়ে ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ও স্বাস্থ্য অধিদফতরের মধ্যে ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ১৫ জানুয়ারির পরই বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে।

তিনি আরো বলেন, জানুয়ারি মাসের মধ্যেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে। তিন কোটি ডোজ করোনার ভ্যাকসিন ছয় মাসে দেশে আসবে। প্রতি মাসে ৫০ লাখ ভ্যাকসিন দুই ডোজ করে ২৫ লাখ মানুষ পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরামের সঙ্গে তিন কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি হলেও বাংলাদেশের সব মানুষের জন্য ভ্যাকসিন চাওয়া হবে। যদি তারা দিতে না পারে তবে অন্য কারও সঙ্গে ভ্যাকসিনের জন্য চুক্তি করা হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close