বিশ্বজুড়ে

জাপানের সাথে গোয়েন্দা তথ্য চুক্তি থেকে সরে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: দিন দি অবস্থান ঘোলাটে হচ্ছে জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক। এখন দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছে, জাপানের সাথে স্বাক্ষরিত একটি গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেয়ার চুক্তি থেকে দেশটি সরে যাবে।

সংক্ষেপে জি এস ও এম আই এ নামে পরিচিত সাধারণ নিরাপত্তার সামরিক তথ্য চুক্তি ২০১৬ সালে স্বাক্ষরিত হয়। তারপর থেকে প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে সেটার নবায়ন হয়ে আসছিল। তবে শনিবারের মধ্যে আগে থেকে অবগত করার মধ্যে দিয়ে যে কোন একটি দেশ এটা থেকে সরে যেতে পারে।

জাপানের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে আসার মুখে দক্ষিণ কোরিয়ায় কিছু লোকজন চুক্তি বাতিলের আহ্বান জানিয়ে আসার মধ্যে আজকের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এন এইচ কে’কে বলেছেন, দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্ত হচ্ছে অবিশ্বাস্য এবং কিভাবে এর জবাব দেয়া যায় সরকার তা বিবেচনা করে দেখবে।

Related Articles

Leave a Reply

Close
Close